ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের ৪ যাত্রী নিহত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১২, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফেনী র্শশদী রেলগেট এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান।

ফেনী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই হারুন জানান, সন্ধ্যার সময় কৈইখালী থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি বাস শশর্দী বাজারের পাশে রেলগেট পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।    

তিনি বলেন, এতে এক শিশুসহ বাসের ৪ যাত্রী নিহত হয়। আহতদের ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতহতরা সবাই স্থানীয় লোকজন বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এসি  
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি